চট্টগ্রামে বাড়ছে সংক্রমণ, মাঠে নামছে জেলা প্রশাসন
চট্টগ্রামে গত কয়েকদিন ধরে করোনায় মৃত্যুর পাশাপাশি বাড়ছে সংক্রমণের হারও। তবুও স্বাস্থ্যবিধি মানছেন না অধিকাংশ মানুষ। সরেজমিন চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, অধিকাংশের মুখে নেই মাস্ক। আবার যে কয়েকজনের আছে তাদের অনেকে মাস্ক দিয়ে মুখ ঢাকলেও নাক ঢাকেননি। আবার কেউ দুই কানের সঙ্গে ঝুলিয়ে রাখছেন মাস্ক। কারও কারও মাস্ক পকেটে।
বিভিন্ন দফতরের সামনে দেখা যায় ‘নো মাস্ক, নো সার্ভিস’ নির্দেশনা। কিন্তু ভেতরে গিয়ে দেখা যায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অনেকের মুখেই মাস্ক নেই। নতুন করে করোনার প্রকোপ বাড়লেও বেশিরভাগ মানুষের মধ্যেই সচেতনতা বাড়েনি। আবার অনেকেই দৈনন্দিন কার্যক্রমে মানছে না স্বাস্থ্যবিধি। টিকা আসার পর করোনা নিয়ে মানুষের উদাসীনতা চোখে পড়ার মতো।
বিশেষজ্ঞরা বলছেন, করোনার টিকা নিলেও আক্রান্তের সম্ভাবনা থেকে যায়। এই টিকা মানুষের মৃত্যু ঝুঁকিই কেবল কমায়।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জাগো নিউজকে বলেন, ‘করোনার টিকা কাজ করে দ্বিতীয় ডোজ নেয়ার ১৫ দিন পর থেকে। তাও সংক্রমণ ঠেকাতে এই টিকা কাজ করবে ৭০ ভাগ। বাকি ৩০ ভাগ ঝুঁকি থেকেই যাবে। সুতারাং করোনা থেকে বাঁচতে মাস্কের কোনো বিকল্প নেই। তাই জনসাধারণের সচেতন হতে হবে। না হয় প্রশাসনের তদারকিতেও কাজ হবে না।’
এদিকে জেলা প্রশাসন সূত্র জানায়, স্বাস্থবিধি নিশ্চিত করতে আজ থেকে মাঠে নামবে জেলা প্রশাসন। কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরের জনবহুল স্থান, বিভিন্ন মোড়ে ও বিনোদন কেন্দ্রে একযোগে চালানো হবে অভিযান।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৫৩ জন। এ নিয়ে জেলায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৫৫৬ জনে। আবার চট্টগ্রামে এ পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ৩ লাখ ৮০ হাজার ২৬৭ জন।
আবু আজাদ/এসএস/জিকেএস