ত্রাণ প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ২১ মার্চ ২০২১
ফাইল ছবি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। প্রতিমন্ত্রী শনিবার (২০ মার্চ) কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন, রোববার (২১ মার্চ) পরীক্ষার ফল করোনা পজিটিভ আসে।

রোববার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনামুর রহমান বর্তমানে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) খন্দকার মু. মুশফিকুর রহমান এবং সহকারী একান্ত সচিব (এপিএস) শামীম আহাম্মদ কোয়ারেন্টাইনে রয়েছেন।

সহকারী একান্ত সচিব জাগো নিউজকে বলেন, ‘স্যারের কোন ধরনের শারীরিক সমস্যা নেই। তিনি স্বাভাবিক আছেন। প্রতিমন্ত্রী মহোদয়ের বাসাও এনাম মেডিকেল ভবনেই। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি হাসপাতালে আছেন।’

 

আরএমএম/এমএসএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।