সেতু বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ৩১ মার্চ ২০২১

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আগামী ৩ অপ্রিল অনুষ্ঠেয় সেতু বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার সেতু বিভাগের (প্রশাসন শাখা) এক বিশেষ বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত সেতু বিভাগের কম্পিউটার অপারেটর, ক্যাশ সরকার, অফিস সহায়ক পদে আগামী ৩ এপ্রিল সকাল ১১টায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা স্থগিত করা হলো।

পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলেও বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইএইচআর/এমএসএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।