নিষেধাজ্ঞা অমান্য করে খোলা আছে ফয়’স লেক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ০২ এপ্রিল ২০২১

করোনা সংক্রমণ ঠেকাতে বিনোদনকেন্দ্র, কমিউনিটি সেন্টার, পর্যটনকেন্দ্রসহ সব ধরনের জনসমাগম ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করে গতকাল (বৃহস্পতিবার) গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

তবে গণবিজ্ঞপ্তি জারির একদিন পরও শুক্রবার (২ এপ্রিল) খোলা আছে চট্টগ্রাম শহরের অন্যতম বিনোদনকেন্দ্র ফয়’স লেক।

জানা যায়, জেলা প্রশাসনের নির্দেশনা পেয়ে বন্ধ হয়ে যায় শহরের অন্যান্য বিনোদন কেন্দ্র। তবে শুধু ফয়’স লেক খোলা থাকায় এখানে ভিড় করছে লোকজন।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘ফয়’স লেক খোলা আছে কি না জানি না। বিষয়টি আমি দেখছি।’

এদিকে করোনা সংক্রমণ শুরুর পর চট্টগ্রামে আজ একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে। জেলার বিভিন্ন ল্যাবে ২ হাজার ৫৩৫ নমুনা পরীক্ষায় ৫১৮ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।

এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।