দিনে এক হাজার ছিন্নমূল মানুষ পাচ্ছে বিডিএইডের ইফতার
পবিত্র রমজানে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ইনটেনসিভ ডেভেলমেন্ট (বিডিএইড)। রাজধানীর পরীবাগে প্রতিদিন প্রায় এক হাজার ছিন্নমূল মানুষকে এ ইফতার সামগ্রী দেয়া হচ্ছে।
সংগঠনের চেয়ারম্যান ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগের সার্বিক তত্ত্বাবধানে চলছে এই ইফতার বিতরণ কার্যক্রম।
রোজা ও করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে ‘সবার জন্য খাদ্য’ স্লোগানে এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন চলছে। এই ইফতারে থাকে খিচুড়ি, খেজুর, নানা ধরনের ফল। মাঝে মধ্যে থাকে বিরিয়ানিও।
এই ইফতার বিতরণে জড়িত স্বেচ্ছাসেবীরা জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতারের আগে ছিন্নমূল মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন তারা। পাশাপাশি অসহায় মানুষের মাঝে চাল, ডাল, সবজিসহ উপহার সামগ্রীও বিতরণ করে চলেছেন তারা।
সংগঠনের চেয়ারম্যান সাইফুর রহমান সোহাগ জানান, প্রথম রোজা থেকে শুরু হওয়া এ কার্যক্রম রমজানের শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে
সংগঠনের কর্মকর্তা আরিফুর রহমান লিমন, ইমরান খান, দেলোয়ার শাহাজাদা, শেখ জসীম উদ্দিন, মনির হোসেন তুষার, মো. ফরাদুজ্জামান মনির, এম এস আই আহম্মেদ সুমন, মো. ফুয়াদ হাসান, এনামুল হক, নুরুদ্দিন হাওলাদার প্রমুখ ছিন্নমূল মানুষের মাঝে ইফতারসহ সহায়তা সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন।
এইচএ/এএসএম