মাস্ক না পরে ঘোরাঘুরি করায় রোদে দাঁড় করিয়ে শাস্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ০৮ মে ২০২১

মাস্ক ব্যবহার না করে ঘোরাঘুরি করায় পথচারীদের ৩০ মিনিট রোদে দাঁড় করিয়ে শাস্তি দিয়েছে পুলিশ। এছাড়া বিভিন্ন শপিংমলে মাস্ক না পরে আসায় তাদেরকে বের করে দেয় পুলিশ।

শনিবার (৮ মে) চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা পুলিশ আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টার, ব্যাংকক-সিঙ্গাপুর মার্কেট ও লাকি প্লাজায় অভিযান চালিয়ে এ শাস্তি প্রদান করে।

jagonews24

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আজ আগ্রাবাদ এলাকার বিভিন্ন মার্কেটে অভিযান পরিচালনা ও সচেতনতার জন্য মাইকিং করা হয়েছে। এ সময় মাস্ক না পরায় অন্তত ১০ জনকে মার্কেট থেকে বের করে দেয়া হয়। পাশাপাশি স্বাস্থ্যবিধি না মানায় কয়েক দোকানিকে সতর্ক করা হয়েছে।’

তিনি বলেন, আগ্রাবাদ মোড়ে মাস্ক না পরায় পথচারীদের ৩০ মিনিট রোদে দাঁড় করিয়ে রাখা হয়। মাস্ক পরতে বাধ্য করতে আরও কঠোর হবো আমরা। পরে স্বাস্থ্যবিধি না মানলে দোকানও বন্ধ করে দেয়া হবে।’

মিজানুর রহমান/এআরএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।