শিশু একাডেমীতে নবান্ন উৎসব


প্রকাশিত: ০৮:২৯ এএম, ১২ নভেম্বর ২০১৪

প্রথমবারের মতো বাংলাদেশ শিশু একাডেমীতে নবান্ন উৎসবের আয়োজন করা হয়েছে। পয়লা অগ্রহায়ণ উপলক্ষে আগামী শনিবার শিশু একাডেমী প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ শিশু একাডেমীতে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন। তিনি জানান, শিশু একাডেমীর দেশের ৬টি জেলা শাখা ও ৬টি উপজেলা শাখাতেও নবান্ন উৎসবের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঋতু পরিক্রমায় হাজার বছর ধরে আবহমান বাংলার ঘরে ঘরে আনন্দ বয়ে আনে নতুন ফসল। গ্রাম বাংলায় এ সময় আনন্দঘন পরিবেশে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। এই ঐতিহ্যকে তুলে ধরতে বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে এবারই প্রথমবারের মতো নবান্ন উৎসব আয়োজিত হতে যাচ্ছে।

উৎসবের দিন একাডেমী প্রঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা, শিশুদের রম্য বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রধান অতিথি হিসেবে শনিবার সকালে নবান্ন উৎসবের উদ্বোধন করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে শিশু একাডেমীর পরিচালক ছাড়াও বক্তব্য দেন একাডেমীর প্রোগ্রাম অফিসার নাজমুল হক ও লায়লা আরজুমান বানু।লিখিত বক্তব্য পড়ে শোনান একাডেমীর গ্রস্থাগারিক রেজিনা আক্তার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।