কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিলেন আরও ৩১৮৫ জন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ২২ জুন ২০২১
ফাইল ছবি

দেশে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের টিকাদান আজ মঙ্গলবারও (২২ জুন) অব্যাহত রয়েছে। এদিন দেশের আট বিভাগে সর্বমোট তিন হাজার ১৮৫ জন দ্বিতীয় ডোজের টিকা নেন। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ৭০ জন ও নারী এক হাজার ১১৫ জন।

এ নিয়ে দ্বিতীয় ডোজের মোট টিকাগ্রহণকারীর সংখ্যা দাঁড়াল ৪২ লাখ ৭৬ হাজার ৫১০ জনে। তাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৩১ হাজার ৮৫৪ জন এবং নারী ১৫ লাখ ৪৪ হাজার ৬৫৬ জন। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ২৫ এপ্রিল পর্যন্ত করোনার প্রথম ডোজের টিকা নেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন। তাদের মধ্যে পুরুষ ৩৬ লাখ ৯ হাজার ৬৫ জন এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৫০ জন। টিকা নিতে ইচ্ছুক মোট নিবন্ধনকারীর সংখ্যা ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।

গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় ডোজের টিকাগ্রহণকারী তিন হাজার ১৮৫ জনের মধ্যে ঢাকা বিভাগে দুই হাজার ৩৫৯ জন, ময়মনসিংহে ১০ জন, চট্টগ্রামে ৫৯২ জন, রংপুরে ৫০ জন, খুলনায় ৪০ জন, বরিশালে ১২৪ জন এবং সিলেট বিভাগে ১০ জন রয়েছেন।

এমইউ/এআরএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।