নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে জরিমানা গুনলেন ৫০০ টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ০৪ জুলাই ২০২১

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সাতদিনের কঠোর লকডাউন (বিধিনিষেধ) চলছে। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বাড়ির বাইরে বের হয়ে ৫০০ টাকা জরিমানা দিয়েছেন বলে দাবি করেন ইব্রাহীম নামে এক ব্যক্তি।

রোববার (৪ জুলাই) রাজধানীর কাকরাইল মোড়ে বিকেল সাড়ে ৩টা থেকে অবস্থান নেয় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এতে নেতৃত্ব দেন।

অভিযান চলাকালে ইব্রাহীম নামের এক ব্যক্তি পুরানাপল্টন থেকে রিকশায় বাজারে যাচ্ছিলেন। এ সময় টহলরত র‍্যাবের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করলে সদুত্তর না পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০০ টাকা জরিমানা করেন।

jagonews24

জরিমানা দিয়ে ইব্রাহীম জাগো নিউজকে বলেন, ‘চারদিন ধরে বাজার করিনি। বাসায় চাল, তেল, কাঁচাবাজারসহ অনেক কিছুই শেষ হয়ে গেছে। বাসার পাশের বাজারগুলোতে সবকিছু না পাওয়ায় শান্তিনগর বাজারে যাচ্ছিলাম। এমন সময় আমাকে ধরে ৫০০ টাকা জরিমানা করা হয়।’

তিনি আরও বলেন, ‘যদি বাজার না-ই করি তাহলে খাব কি?’ যারা জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন তাদের আইনের আওতায় আনার জন্য তিনি ভ্রাম্যমাণ আদালতের কাছে অনুরোধ জানান।

এ বিষয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, ‘তিনি (ইব্রাহীম) প্রথমে মাশরুমের কথা বলেছিলেন। জরিমানার কথা বললে তিনি বলেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কথা। দুই রকম কথা বলার কারণে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া কঠোর লকডাউনের মধ্যে মাশরুম কেনা জরুরি নয়। এটা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মধ্যে পড়ে না।

টিটি/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।