শর্ত সাপেক্ষে সিএনজি অটোরিকশা চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ০৫ জুলাই ২০২১
ফাইল ছবি

কঠোর স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে সিএনজি অটোরিকশা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ সিএনজি অটোরিকশা চালক সংগ্রাম পরিষদ।

সোমবার (৫ জুলাই) পরিষদের আহ্বায়ক শেখ হানিফ, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, এ আর জাহাঙ্গীর, ফালা, মো. গোলাপ হোসেন এক বিবৃতি এ দাবি তোলেন।

বিবৃতিতে বলা হয়, দেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রামণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় সরকার সারাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এতে গত ২৮ জুন থেকে সিএনজি অটোরিকশা সড়কে চলাচল বন্ধ রয়েছে। এতে শুধুমাত্র ঢাকাতেই প্রায় এক লাখ চালক বেকার হয়ে পড়েছে। চালকরা দিন আনে দিন খায়। তাও আবার অর্ধাহারে-অনাহারে থাকে। অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে পারে না।

তারা আরও বলেন, এখন সিএনজি অটোরিকশা চালকদের বড় দুর্দিন। এক্ষেত্রে সরকারেরও কোনো কার্যকর আর্থিক প্রণোদনা নেই। সিএনজি মূলত ব্যক্তিগত যান, তাই সিএনজি ব্যবহারে করোনা সংক্রমণের সম্ভাবনা কম। বর্তমান লকডাউনে যেহেতু ব্যাংক, হাসপাতাল, গার্মেন্টসসহ শিল্প প্রতিষ্ঠান খোলা, তাই এসকল প্রতিষ্ঠানে কর্মরত লোকজন গণপরিবহন বন্ধ থাকায় কর্মস্থলে যেতে ভোগান্তির শিকার হচ্ছেন।

বিবৃতিতে আরও বলা হয়, পরিবহন স্বল্পতার কারণে করোনা আক্রান্ত রোগীদের দ্রুত হাসপাতালে নেয়া যাচ্ছে না। এতে মৃত্যুহার আরও বাড়ছে। গত বছর সাধারণ ছুটির সময় আমরা অনেক করোনা আক্রান্তদের বিনা পারিশ্রমিকে হাসপাতালে এনেছি ও তাদের ঠিকানায় পৌঁছে দিয়েছি। সরকার যদি এবারও স্বাস্থ্যবিধি মেনে সিএনজি রিকশা চালানোর অনুমোতি দেয় তাহলে জনগণ যেমন সেবা পাবে অসহায় সিএনজি চালকরাও তেমনি পরিবার নিয়ে বেঁচে থাকতে পারবে। তাই সারাদেশে সিএনজি চালুর জোর দাবি জানাচ্ছি।

এফএইচ/জেডএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।