অসহায়-দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করল পুনাক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১৯ জুলাই ২০২১

করোনাকালে সরকারি বিধি-নিষেধে পড়ে অনেক প্রান্তিক মানুষ অসহায় হয়ে পড়েছেন। এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। আর এই মানবিক উদ্যোগের পেছনের মানুষটি হলেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা।

তিনি পুনাক-এর নেতাদের সঙ্গে নিয়ে গত ৪ জুলাই থেকে শুরু করেছিলেন দুস্থদের মাঝে খাবার বিতরণ কার্যক্রম। পুনাক-এর তহবিল থেকে নয়, নিজেদের আয়োজনে বাসায় রান্না করা খাবার বিতরণ করেছেন তারা।

jagonews24.com

জীশান মীর্জার নেতৃত্বে সরকারি বিধি-নিষেধ শুরু হওয়ার পর থেকে প্রতি রাতে ও সকালে পুনাক-এর একাধিক টিম রাজধানীর বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে রান্না করা খাবার তুলে দিয়েছে ক্ষুধার্ত অসহায় দরিদ্র মানুষের হাতে।

সোমবার (১৯ জুলাই) পুনাক-এর মানবিক উদ্যোগের চলমান কার্যক্রমের অংশ হিসেবে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ, আলু, চিনি, সেমাই, গুঁড়া দুধ ও তেল।

jagonews24

পুনাক সভানেত্রী জীশান মীর্জা নিজে উপস্থিত থেকে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে নতুন কাপড়, ঈদসামগ্রী, রান্না করা গরুর মাংস ও প্যাকেট করা খাবার বিতরণ করেন। তিনি সমাজের অসহায় ও দরিদ্র মানুষের প্রতি আরও বেশি করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সমাজের সামর্থবানদের প্রতি আহ্বান জানান।

পুনাক-এর সব মহতি উদ্যোগে স্বতঃস্ফুর্তভাবে পাশে থাকা এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুনাক-এর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পুনাক সভানেত্রী।

এ সময় তিনি বলেন, পুনাক-এর নিবেদিতপ্রাণ সদস্যদের আন্তরিক অংশগ্রহণ ছাড়া পুনাক-এর এ পথ চলা সম্ভব হতো না। তিনি ভবিষ্যতেও সব আয়োজনেও পুনাক সদস্যদের এমন মমত্ববোধ নিয়ে পাশে থাকার আহ্বান জানান।

টিটি/এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।