করোনায় মৃত্যু ১৮ হাজার ছাড়াল, কোন বয়সের কতজন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ১৯ জুলাই ২০২১

দেশে গত বছরের ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যু হয়। এরপর থেকে ১৯ জুলাই (সোমবার) পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ১২৫ জনে।

মৃতদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক হলো ৬১ থেকে ৭০ বছর বয়সী করোনা রোগী। আর সর্বনিম্ন মৃত্যু হয় ১০০ বছরের বেশি বয়সীর।

সোমবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্যানুসারে করোনায় মোট মৃত ১৮ হাজার ১২৫ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছর বয়সী ৫৫ জন (শূন্য দশমিক ৩০শতাংশ), ১০ বছরের বেশি বয়সী ১১৫ জন (শূন্য দশমিক ৬৩ শতাংশ), ২০ বছরের বেশি বয়সী ৩৮২ জন (২ দশমিক ১১ শতাংশ), ৩০ বছরের বেশি বয়সী এক হাজার ২৫ জন, ৪০ বছরের বেশি বয়সী দুই হাজার ১৬৪ জন, ৫০ বছরের বেশি বয়সী চার হাজার ৩৪৮ জন (২৩ দশমিক ৯৯ শতাংশ), ৬০ বছরের বেশি বয়সী পাঁচ হাজার ৬৬৯ জন (৩১ দশমিক ২৮ জন), ৭০ বছরের বেশি বয়সী তিন হাজার ১৫৩ জন (১৭ দশমিক ৪০ শতাংশ), ৮০ বছরের বেশি বয়সী ৯৮৯ জন (৫ দশমিক ৪৬ শতাংশ), ৯০ বছরের বেশি বয়সী ২০২ জন (১ দশমিক ১১ শতাংশ) এবং ১০০ বছরের বেশি বয়সী শূন্য দশমিক ১৩ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৩১ জনের মৃত্যু হয়। যা এখন পর্যন্ত একদিনে দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে ১১ জুলাই সর্বোচ্চ ২৩০ জন মারা গিয়েছিলেন।

মৃত ২৩১ জনের মধ্যে ঢাকা বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম ৪৩ জন, রাজশাহী ১৬ জন, খুলনা ৫৭ জন, বরিশাল ৬ জন, সিলেট বিভাগে ৮ জন, রংপুর বিভাগে ১৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ১১ জন রয়েছেন।

এমইউ/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।