চট্টগ্রামে করোনায় আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ৯২৭
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯৭৩ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ৯২৭ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট রোগী শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮২ হাজার ৮৮৬ জনে।
রোববার (১ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (শনিবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষায় ৯২৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ৫৩২ ও বিভিন্ন উপজেলার ৩৯৫ জন।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭৬ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৭৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১২৮ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ৮৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৪ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১৪ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩২ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৪ জন এবং অ্যান্টিজেন টেস্টে ৩৩২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
মিজানুর রহমান/এমআরআর