দরজার ফুটো দিয়ে বিশেষ সংকেতে ইয়াবা বিক্রি, দুই নারী গ্রেফতার
বাড়ির দরজায় রয়েছে একটি ফুটো। আগে থেকে মোবাইলে শেখানো সংকেত দিলেই বাড়ির ভেতর থেকে ওই ফুটো দিয়ে সরবরাহ করা হয় ইয়াবা।
রোববার (১ আগস্ট) দিবাগত রাতে বিশেষ কৌশলে ইয়াবা বিক্রি চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৫২ পিস ইয়াবা। গ্রেফতারকৃতরা হলেন- লাকি আক্তার (৩৫) ও নিলুফা বেগম (৪২)।
পুলিশ জানায়, লাকি আক্তারের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ছয়টি এবং নিলুফারের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তাদের বাসার দরজায় রয়েছে একটি ফুটো। ইয়াবা কিনতে আসা ব্যক্তিদের মোবাইলে আগে থেকে একটি বিশেষ সংকেত শিখিয়ে দেয়া হয়। দরজার সামনে এসে ওই বিশেষ সংকেত দিলেই ভেতর থেকে ফুটো দিয়ে সরবরাহ করা হয় ইয়াবা।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জাগো নিউজকে বলেন, রোববার দিবাগত রাতে থানার হাজীপাড়া এমপি এসহাক রোডের আবু সওদাগরের কলোনিতে অভিযান চালিয়ে দুই নারী ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়। তারা দিনভেদে ক্রেতাদের ভিন্ন ভিন্ন সংকেত শিখিয়ে দিয়ে বিশেষ কৌশলে ইয়াবা বিক্রি করে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আজ (সোমবার) কারাগারে পাঠানো হয়েছে।
মিজানুর রহমান/বিএ/জেআইএম