২৪ ঘণ্টায় টিকা নিলেন সোয়া ৫ লাখ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০২ পিএম, ২৫ আগস্ট ২০২১

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন পাঁচ লাখ ২৫ হাজার ৫৬২ জন। তাদের মধ্যে প্রথম ডোজের দুই লাখ ৯৯ হাজার ৯১৫ জন ও দ্বিতীয় ডোজের দুই লাখ ২৫ হাজার ৬৪৭ জন।

প্রথম ডোজের টিকাগ্রহীতার মধ্যে পুরুষ এক লাখ ৫৭ হাজার ১৯৬ জন ও নারী এক লাখ ৪২ হাজার ৭১৯ জন এবং দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতার মধ্যে পুরুষ এক লাখ ২৮ হাজার ৫৩২ জন ও নারী ৯৭ হাজার ১১৫ জন।

এ নিয়ে দেশে মোট টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়াল দুই কোটি ৪৭ লাখ ৪৪ হাজার ৩৫৮ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নেন এক কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৩৯৪ জন ও দ্বিতীয় ডোজের ৭২ লাখ এক হাজার ৯৬৪ জন।

বুধবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে দেশে করোনাভাইরাসের টিকা নিতে ইচ্ছুক নিবন্ধনকারীর সংখ্যা ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা তিন কোটি ৬৫ লাখ চার হাজার ৬১০ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তিন কোটি ৬০ লাখ ৮৩ হাজার ৯৮৮ জন ও পাসপোর্টের মাধ্যমে চার লাখ ২০ হাজার ৬২২ জন নিবন্ধন করেন।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।