টাইগারদেরকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
সফররত জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট টিম ও খেলোয়ারদেরকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, টাইগাররা চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৮৬ রানের বিশাল ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়ে ৩ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ সম্পন্ন করেছে।
এই নজিরবিহীন সাফল্যের জন্য জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তাদের অভিনন্দন জানান তিনি।
সকল বাধা অতিক্রম করে বাংলাদেশের ক্রিকেট আগামীতে আরও এগিয়ে যাবে এ আশাবাদ ব্যক্ত করেন এবং প্রধানমন্ত্রী বাংলাদেশ টিমের ধারাবাহিক সাফল্য কামনা করেন। -বাসস