২৪ ঘণ্টায় করোনায় পুরুষের চেয়ে নারীর মৃত্যু বেশি
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় পুরুষের চেয়ে নারী রোগী মৃত্যুর সংখ্যা বেশি। এ সময়ে মোট মারা যাওয়া ৬৫ জনের মধ্যে পুরুষ ৩২ জন ও নারীর সংখ্যা ৩৩ জন।
তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৫৩ জন ও বেসরকারি হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় বাসায় কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ৬২৮ জনে।
সোমবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত এবং তার ১০ দিন পর ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যু হয়। শুরুর দিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের সিংহভাগই ছিল পুরুষ। পরবর্তীতে ধীরে ধীরে পুরুষের পাশাপাশি নারী রোগীর মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে।
আজ পর্যন্ত করোনায় মোট মৃত্যুবরণকারী ২৬ হাজার ৬২৮ জনের মধ্যে পুরুষ ১৭ হাজার ২২০ জন (৬৪ দশমিক ৬৭ শতাংশ) ও নারী ৯ হাজার ৪০৮ জন (৩৫ দশমিক ৩৩ শতাংশ)।
স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, নারীরা পুরুষের তুলনায় ঘর থেকে কম বের হলেও তাদের পরিবারের সদস্যদের মধ্যে যারা প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি না মেনে বাইরে চলাফেরা করেন এবং করোনায় আক্রান্ত হন (উপসর্গবিহীন) তাদের মাধ্যমে ঘরের নারীরাও আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে বয়স্ক নারী যারা বিভিন্ন অসংক্রামক রোগে ভুগছেন তারা করোনা আক্রান্তদের সংস্পর্শে এসে সংক্রমিত হন এবং কেউ কেউ মারা যান।
এমইউ/এমআরআর/জেআইএম