১০ দিনের রিমান্ড চাওয়া হবে রাসেল দম্পতির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১

ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং তার স্বামী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় প্রতিষ্ঠানটির এ দুই শীর্ষ কর্মকর্তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

তাদের কাছ থেকে জব্দ দুটি স্যামসাং মোবাইলফোন, ব্যবহৃত সিম, শেয়ারের চুক্তিপত্র ও তদন্ত নথিপত্র পুলিশের কাছে হস্থান্তর করেছে র‍্যাব। 

তদন্ত কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম বলেন, কিছুক্ষণের মধ্যে আমরা তাদের আদালেত নিয়ে যাবো। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে এ দম্পতিকে গ্রেফতার করা হয়। বিকেল ৪টা থেকে তার বাসায় অভিযান চালায় র‍্যাব।

এএএম/বিএ/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।