২৪ ঘণ্টায় দুই বিভাগে মৃত্যু নেই
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৩ জন ও নারী ২৫ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ১৪৭ জনে।
বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় মৃত ৩৫ জনের মধ্যে ঢাকায় ১৭ জন, চট্টগ্রামে ৭ জন, খুলনা ৮ জন, সিলেট ৩ জন, রংপুর এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী এবং বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট মৃত ২৭ হাজার ১৪৭ জনের মধ্যে বিভাগওয়ারি মৃত্যুর হিসেবে ঢাকায় ১১ হাজার ৮১৩ জন, চট্টগ্রামে ৫ হাজার ৪৯৪ জন, রাজশাহীতে ২ হাজার ৫ জন, খুলনায় ৩ হাজার ৫২৪ জন, বরিশালে ৯২৮ জন, সিলেট বিভাগে ১ হাজার ২২৬ জন, রংপুর বিভাগে ১ হাজার ৩৩৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮২১ জন মারা যান।
এমইউ/এএএইচ/এএসএম