টিকা পেলেন আরও সাড়ে ৫ লাখ মানুষ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ লাখ ৫৯ হাজার ৫৩৭ জন করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন। এরমধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন তিন লাখ ৮১ হাজার ৪৮ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ৭৮ হাজার ৪৮৯ জন।

প্রথম ডোজের টিকা নেওয়াদের মধ্যে পুরুষ এক লাখ ৯৩ হাজার ৮০৮ জন ও নারী এক লাখ ৮৭ হাজার ২৪০ জন। দ্বিতীয় ডোজের টিকা নেওয়াদের মধ্যে পুরুষ এক লাখ ৪৩ হাজার ১৫১ জন ও নারী এক লাখ ৩৫ হাজার ৩৩৮ জন।

রোববার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচির ভার্চুয়ালি উদ্বোধন করেন।

গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত সারাদেশে টিকা নেওয়াদের সংখ্যা ছিল চার কোটি আট লাখ ৯১ হাজার ১০৬ জন। এরমধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন দুই কোটি ৪৫ লাখ ৭৮ হাজার ৬৪৬ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক কোটি ৬৩ লাখ ১২ হাজার ৪৬০ জন।

রোববার পর্যন্ত সারাদেশে মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে চার কোটি ৪৫ লাখ ৫২ হাজার ৭৬০ জন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে চার কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ৬৭৬ জন ও পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন করেছেন ছয় লাখ ১৩ হাজার ৮৪ জন।

এমইউ/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।