অনলাইনে জুয়া খেলে নিঃস্ব অনেকেই: এটিইউ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ২০ নভেম্বর ২০২১

বাইনানি অ্যাপ্লিকেশনের মাধ্যমে জুয়া পরিচালনা ও বিদেশে টাকা পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) মৌলভীবাজার থেকে সঞ্জয় চন্দ্র ধর নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

শনিবার (২০ নভেম্বর) বিষয়টি জানান অ্যান্টি টেরোরিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান।

তিনি বলেন, গ্রেফতার সঞ্জয় চন্দ্র ধর বাইনানি অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে জুয়া পরিচালনা করে আসছিল। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ট্র্যাপে পড়ে মিথ্যা আশায় নিঃস্ব হচ্ছে অনেকেই। এ জুয়ার টাকা বিদেশে পাচার হচ্ছে বলেও জানানো হয়। কী পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এসপি মোহাম্মদ আসলাম খান বলেন, গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করার পর বিকাশ ও নগদের মাধ্যমে অ্যাকাউন্ট রিচার্জ করে অনলাইনে জুয়া খেলা হতো। জুয়া খেলার জন্য সময়সীমা ও বিভিন্ন অংকের টাকা নির্ধারণ করে দেওয়া থাকতো। জুয়া থেকে পাওয়া অর্থ গ্রেফতার সঞ্জয় নিজের অ্যাকাউন্টে নেওয়ার জন্য উইথড্র অপশন ছিল তাদের। যদিও এক্ষেত্রে বেশিরভাগ গ্রাহক প্রতারণার শিকার হয়ে আসছিল।

আটকের সময় তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, এসডি কার্ড ও চারটি সিম জব্দ করা হয়েছে।

টিটি/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।