‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৯ এএম, ৩০ নভেম্বর ২০২১

রামপুরায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহতের প্রতিবাদ, হাফ ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় নীলক্ষেত মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’

এসময় তারা স্লোগান দিতে থাকেন- ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি।

বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে- ঢাকা কলেজ, ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

jagonews24

এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে ধানমন্ডি ২৭ এর দিকে এগিয়ে যায়। সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে আশপাশের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রুবাইয়া বলেন, আমরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছি। রাস্তায় প্রতিদিন শিক্ষার্থী মারা যাচ্ছে। আমরা এর বিচার চাই।

jagonews24

অপরদিকে রামপুরা ব্রিজ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বিক্ষোভে ওই এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। সকাল ১০টার দিকে শুরু হওয়া বিক্ষোভে ওই সড়কে যান চলাচল সীমিত রয়েছে।

এর আগে সোমবার রাতে রামপুরায় রাস্তা পার হওয়ার সময় দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিহত হয় মাঈনুদ্দিন। এ ঘটনার জেরে রাতেই বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।

নাহিদ হাসান/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।