রুট পারমিটবিহীন দুটি গাড়ি ডাম্পিং, ছয় বাসকে জরিমানা
রুট পারমিটবিহীন এবং এক রুটের পারমিট নিয়ে অন্য রুটে চলাচল করায় দুটি বাস ডাম্পিং করা হয়েছে। এছাড়া রুট পারমিট ও ট্যাক্স টোকেনের মেয়াদোত্তীর্ণ হওয়ায় ছয়টি গাড়িকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ সিকদার, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যৌথ উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু স্কয়ারে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
যৌথ অভিযানে রুট পারমিটবিহীন চলাচলকারী ঢাকা-মেট্রো-ব-১১-০৩৭২ এবং মুন্সীগঞ্জ-জ-১১-০০৬০ দুটি গাড়ি ডাম্পিং করা হয়েছে।
এছাড়া রুট পারমিট ও ট্যাক্স টোকেন মেয়াদোত্তীর্ণ হওয়ায় সাভার, শ্রাবণ, হিমাচল, ট্রান্স সিলভা, দোলা ও গ্রীন ঢাকা পরিবহনের একটি করে ছয়টি গাড়িকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এমএমএ/এএএইচ/জিকেএস