দেশে এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:১০ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

পাখিসহ বন্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যে দেশে এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ করেছে সরকার। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, দেশের জীববৈচিত্র্য, পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এয়ারগান ব্যবহার বা বহন নিষিদ্ধ ঘোষণা করা হলো। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৪৯ ধারার প্রদত্ত ক্ষমতা বলে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তবে শর্ত থাকে যে, জাতীয় শ্যুটিং ফেডারেশন কর্তৃক নিবন্ধিত শ্যুটিং ক্লাব ও বনাঞ্চল সংলগ্ন এলাকায় বসবাসকারীরা তাদের নিরাপত্তা, দৈনন্দিন প্রয়োজন ও সামাজিক প্রথার কারণে এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। প্রজ্ঞাপন জারির দিন অর্থাৎ ১৪ ডিসেম্বর থেকে এটা কার্যকর হবে।

এমইউ/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।