ফেরদৌস টেইলার্স অ্যান্ড ফেব্রিকসকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৭ এএম, ৩১ ডিসেম্বর ২০২১

পলিয়েস্টার ব্লেন্ড সাটিং/স্যুটিং পণ্যের অনুকূলে সিএম সনদ না থাকায় রাজধানীর ফেরদৌস টেইলার্স অ্যান্ড ফেব্রিকসকে জরিমানা করেছে বিএসটিআই।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সংস্থাটির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহযোগিতায় গুলশান থানা এলাকায় বিএসটিআইয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা হয়।

jagonews24

অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে আমদানি করা পলিয়েস্টার ব্লেন্ড সাটিং/স্যুটিং পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ না নিয়ে বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে গুলশান-২ এর ফেরদৌস টেইলার্স অ্যান্ড ফেব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার (সিএম) মো. শরিফুল ইসলাম দায়িত্ব পালন করেন।

এনএইচ/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।