গৌরব সমুন্নত রাখতে সশস্ত্রবাহিনীকে রাষ্ট্রপতির আহবান


প্রকাশিত: ০১:৩১ পিএম, ২০ নভেম্বর ২০১৪

নেতৃত্বের প্রতি পরিপূর্ণ অনুগত থেকে কঠোর অনুশীলন, পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেমের সমন্বয়ে অর্জিত গৌরব সমুন্নত রাখার জন্য সশস্ত্রবাহিনীর সদস্য প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ। সশস্ত্রবাহিনী দিবস-২০১৪ উপলক্ষে বৃহস্পতিবার এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের সশস্ত্রবাহিনী উঁচু পেশাদার, দক্ষ ও সুশৃঙ্খল একটি বাহিনী। এই বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে সরকার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সশস্ত্রবাহিনীর উন্নয়নে সরকার ফোর্সেস গোল-২০৩০ সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। আমার বিশ্বাস এসব কর্মসূচি সশস্ত্রবাহিনীকে আরও আধুনিক ও দক্ষ করবে।

আবদুল হামিদ বলেন, আমাদের সশস্ত্রবাহিনী কেবল দেশেই নয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ও সশস্ত্রবাহিনীর সদস্যগণ অংশ নিয়ে দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

তিনি বলেন, এ দায়িত্ব পালনকালে অনেক সদস্য শাহাদতবরণ করেছেন ; আমি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।

এ দিবস উপলক্ষে সশস্ত্রবাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সশস্ত্রবাহিনী আমাদের অহংকার।

মহান স্বাধীনতা যুদ্ধে সশস্ত্রবাহিনীর অবদান ও বীরত্বগাঁথা জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সূচনালগ্ন থেকে সশস্ত্রবাহিনীর সদস্যগণ শত্রু সেনাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমানবাহিনী সম্মিলিতভাবে দখলদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ পরিচালনা করে। ফলশ্রুতিতে আমাদের কাক্সিক্ষত বিজয় অর্জন ত্বরান্বিত হয়।

রাষ্ট্রপতি এ দিবসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ মোঃ রুহুল আমিন (ইআরএ-১) , বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।