ধর্ষণের পর আত্মহত্যার চেষ্টা শিশুর, ৯৯৯-এ ফোনে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২২
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাশের বাড়ির দোকানির দ্বারা ধর্ষণের শিকার হয়েছে এক শিশু। ধর্ষণের পর ভুক্তভোগী শিশুটি লজ্জায় বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে শিশুটির পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়। ৯৯৯-এর ফোনে ওই দোকানিকে গ্রেফতার ও শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

রোববার (২০ ফেব্রুয়ারি) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে একজন কলার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ভুলতা ইউনিয়নের আটাবো থেকে ৯৯৯-এ ফোন করে জানান তার সাত বছর বয়সী ভাতিজিকে দুই দিন আগে বাড়ির পাশের এক দোকানি ধর্ষণ করে। কিন্তু শিশুটি ভয়ে-লজ্জায় কাউকে কিছু বলেনি।

পরে শনিবার সন্ধ্যায় শিশুটি তার ফুপুকে (কলারের বোন) ঘটনাটি জানায়। সে বলে, দোকানদার সাইদুর রহমান (৪৮) তাকে জোর করে ব্যথা দিয়েছে। এরপর শিশুটি লজ্জায় বাড়ির ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা অভিযুক্ত দোকানদারের দোকান ঘেরাও করে রাখে।

তিনি বলেন, কলটি রিসিভ করেছিলেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল জান্নাতুল। জান্নাতুল তাৎক্ষণিকভাবে রূপগঞ্জ থানায় বিষয়টি জানিয়ে দ্রুত আইনি ব্যবস্থার জন্য অনুরোধ জানান।

সংবাদ পেয়ে রূপগঞ্জ থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে রূপগঞ্জ থানার এ এস আই বায়েজীদ ৯৯৯-কে জানান, তারা ঘটনাস্থল থেকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দোকানদার সাইদুর রহমানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এছাড়া শিশুটিকেও তারা উদ্ধার করেন।

এ সংক্রান্তে থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান পরিদর্শক আনোয়ার সাত্তার।

টিটি/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।