বিদেশগামীদের করোনা নেগেটিভ সনদ, কোটি টাকার প্রতারণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার নেগেটিভ সনদ দেওয়ার কথা বলে হাতিয়ে নেওয়া হয়েছে কোটি টাকা। এ ঘটনায় প্রতারক চক্রের কয়েক সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

তাদের কাছ থেকে টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল সিম জব্দ করা হয়। প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানায়নি র‍্যাব।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও রাজধানীতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় চক্রের সদস্যদের। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জাগো নিউজকে বলেন, অভিযান এখনো চলমান। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

টিটি/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।