শুদ্ধানন্দ মহাথের অন্ত্যেষ্টিক্রিয়া শুরু বুধবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২

কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ ও একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধধর্মীয় গুরু সংঘনায়ক ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হচ্ছে আগামী বুধবার (২ মার্চ)। তিন দিনব্যাপী এ অন্ত্যেষ্টিক্রিয়ায় চলবে ৪ মার্চ পর্যন্ত। একুশে পদকপ্রাপ্ত ধর্মভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে
রাজধানীর বাসাবো, সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে এ আয়োজন করা হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় শুদ্ধানন্দ মহাথের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটি। এ সময় কামিটির সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের, প্রাধান সমন্বয়কারী ডা. উত্তম কুমার বড়ুয়া, মহাসচিব ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন দিনব্যাপী কর্মসূচির মধ্যে মহামান্য সংঘনায়কের জীবন ও কর্মের ওপর শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মহাসংঘদান, ধর্মালোচনা, স্মৃতিচারণ, বৌদ্ধ যুব ও মহিলা সমাবেশ, বৌদ্ধ মহাসম্মেলন এবং শেষদিন অন্ত্যেষ্টিক্রিয়ার বিশেষপর্ব পালিত হবে।

এ আয়োজনে দেশ ও বিদেশের মন্ত্রী, মেয়র, সরকারি-বেসরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তা, কূটনীতিক, ধর্মগুরু, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, বুদ্ধিজীবিসহ সব ধর্মের মানুষ উপস্থিত থাকবেন।

গত ৩ মার্চ সকাল সাড়ে ৭ টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শুদ্ধানন্দ মহাথের মহাপ্রয়াণ করেন। বৈশ্বিক করোনার কারণে তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়নি। যথাযথ ধর্মীয় মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার লক্ষে সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

এনএইচ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।