শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনা তদন্তে নৌ মন্ত্রণালয়ের কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২০ মার্চ ২০২২
এম ভি রূপসী-৯ মালবাহী জাহাজের ধাক্কায় এম এল আফসার উদ্দিন নামে যাত্রীবাহী লঞ্চডুবে যায়

শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে কমিটিকে।

রোববার (২০ মার্চ) কমিটি গঠন করে মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে নৌ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আ ন ম বজলুর রশীদকে।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন নৌপরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার ক্যাপ্টেন আবু সাইদ মোহাম্মদ দেলোয়ার রহমান।

অপরদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক) মুহাম্মদ রফিকুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

১৯৭৬ সালের অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশে দেওয়া ক্ষমতা বলে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এর কারণ উদঘাটন ও দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি বা সংস্থাকে শনাক্ত করবে কমিটি। এছাড়া দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ করে সুনির্দিষ্ট সুপারিশ দেবে।

এর আগে রোববার আনুমানিক বেলা সোয়া ২টায় শীতলক্ষ্যা তৃতীয় সেতুর কাছে কয়লাঘাট এলাকায় নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জগামী এম এল আফসার উদ্দিন নামের যাত্রীবাহী লঞ্চের সঙ্গে এম ভি রূপসী-৯ মালবাহী জাহাজের সংঘর্ষ হয়

এ ঘটনায় ১৫-২০ জনের মতো সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে জানা যায়নি।

আরএমএম/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।