দক্ষিণ সুদানে নারীদের চিকিৎসা ও ফুটবল খেলার আয়োজন সেনাবাহিনীর

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:১৩ এএম, ২৫ মার্চ ২০২২
ছবি: আইএসপিআর

দক্ষিণ সুদানে শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ব্যানব্যাট-৫ সেদেশের রাজা এলাকার স্থানীয় নারীদের চিকিৎসাসেবার বিশেষ উদ্যোগ গ্রহণ এবং সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যে তাদের জন্য ফুটবল খেলার আয়োজন করে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

আইএসপিআর জানায়, অনুষ্ঠানে প্রাদেশিক পরিষদের বিভিন্ন মন্ত্রী, আনমিস ওয়াউ ফিল্ড অফিস এবং সেক্টর ওয়েস্ট সদর দপ্তর এবং ব্যানব্যাট-৫ এর অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। ব্যানব্যাট-৫ কর্তৃক এমন দুর্গম এলাকায় এ ধরনের মহৎ উদ্যোগ স্থানীয়দের মধ্যে বিশেষভাবে সমাদৃত হয়। এছাড়াও আনমিস এবং প্রাদেশিক প্রশাসনের গর্ভনরসহ সবার ভূয়সী প্রশংসা লাভ করে।

ব্যানব্যাট-৫ এর কন্টিনজেন্ট কমান্ডারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় আনমিস ওয়াউ ফিল্ড অফিস এবং সেক্টর ওয়েস্ট সদর দপ্তরের প্রত্যক্ষ সহায়তায় এ উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। বাংলাদেশ তথা বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বলে বিদেশের মাটিতে ব্যানব্যাট-৫ সর্বদা তৎপর রয়েছে।

এমইউ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।