চক্ষুদান দিবসকে প্রথম শ্রেণীর দিবস করা হবে : স্বাস্থ্যমন্ত্রী


প্রকাশিত: ০১:৩১ পিএম, ২৪ নভেম্বর ২০১৪

জাতীয় চক্ষুদান দিবসকে তৃতীয় শ্রেণীর দিবস থেকে প্রথম শ্রেণীর দিবস করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার নীলক্ষেতে সন্ধানী চক্ষু হাসপাতালে সন্ধানী জাতীয় চক্ষু সমিতির ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ডা. শিশির স্মৃতি হল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষান দেন।

চক্ষুদান কর্মসূচিতে সাধারণ জনগণকে সম্পৃক্ত করতে প্রচার-প্রচারনার উপর গুরুত্বরোপ করে মোহাম্মদ নাসিম বলেন, চক্ষুদান কর্মসূচি অত্যন্ত কঠিন কাজ। এই কাজে জনগণকে আগ্রাহী করতে হলে অনেক প্রচার করতে হবে। সন্ধানী রক্ত দান কর্মসূচিতে সফল হয়েছে। আমার বিশ্বাস করি চক্ষুদান কর্মসূচিতেও সন্ধানী সফল হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষকে সেবা করার জন্য আমি রাজনীতি করি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে মানুষের সেবা করতে ভালো লাগে। আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সেবামূলক দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে আমি কৃতজ্ঞ।

তিনি বলেন, সারা দেশে প্রায় ১৩ হাজার হেলথ কমিউনিটি ক্লিনিকে সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে। ক্লিনিকগুলোতে ৩০ ধরণের ঔষুধ ফ্রি দেওয়া হচ্ছে। একই সঙ্গে ৬ হাজারের অধিক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। চিকিৎসকরা গ্রামে গ্রামে কাজ করছেন।

অনুষ্ঠানে ফেডারেশন অব আই এ্যাড টিস্যু ব্যাংক-এর নেতা মাহমুদ ফারাজ গাজী সন্ধানীর সভাপতির হাতে আন্তর্জাতিক স্বীকৃতির স্মারক তুলে দেন।

সন্ধানী জাতীয় চক্ষু সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. আলী আজগর মোড়লের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, হাবিবে মিল্লাত এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নূরুল হক, বিএমএর মহাসচিব ডা. ইকবাল আর্সনাল, সাংবাদিক নাঈমুল ইসলাম খান ও মুন্নি সাহা প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।