নারায়ণগঞ্জে ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে তরুণের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় একটি চারতলা বাসার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে নিচে পড়ে মো. কাওছার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) বিকেলের দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশী মো. আনিছ জানান, বিকেলের দিকে বাসার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে অসাবধানতাবশত চারতলার ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল আমীন/এমএইচআর/এমএস