ফের করোনায় আক্রান্ত সংস্কৃতি প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২১ পিএম, ২১ জুন ২০২২
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ/ ফাইল ছবি

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। মঙ্গলবার বিকেল ৩টায় তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে তিনি সুস্থ আছেন।

প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ আলতাফ হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘করোনার আরটিপিসিআর পরীক্ষায় স্যারের (প্রতিমন্ত্রী) ফল পজিটিভ এসেছে। আজ তিনটার দিকে পরীক্ষার ফল আমরা জানতে পারি। তবে তিনি ভালো আছেন, বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। কাশি ছাড়া আর কোনো জটিলতা নেই।’

মঙ্গলবার (২১ জুন) দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে এর আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং ২০২১-২২ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু তিনি উপস্থিত হতে পারেননি। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ থাকায় এর আগে তার অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। সেখানে পজিটিভ আসায় মন্ত্রী অনুষ্ঠানে অংশ নেননি। একই সঙ্গে আরটিপিসিআর পরীক্ষার জন্য নমুনা দেন বলেও জানান প্রতিমন্ত্রীর দপ্তরের এক কর্মকর্তা।

এর আগে গত ২৭ জানুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হন প্রতিমন্ত্রী কে এম খালিদ। সেসময় তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হন।

আরএমএম/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।