পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলার আরেক ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০২ পিএম, ২৬ জুন ২০২২

পদ্মা সেতুতে নাট-বল্টু খুলে নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর বায়েজিদ নামে এক টিকটকারকে আটক করেছে সিআইডি। এবার নাট-বলটু খোলার আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

রোববার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, পদ্মা সেতুর রেলিংয়ে ব্যবহৃত নাট-বল্টু খুব সহজেই হাত দিয়ে খুলছেন এক যুবক।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এই সেতুর নাট কিন্তু আমি হাত দিয়েই খুলেছি। এটা কিন্তু নেইনি আমি। লাগিয়ে দিলাম।

এর আগে বায়েজিদ নামের আরেক যুবকের ভাইরাল হওয়া টিকটক ভিডিওতে দেখা যায়, পদ্মা সেতু নিয়ে নেতিবাচক মন্তব্য করে হাত দিয়ে রেলিংয়ের নাট-বল্টু খুলে নিতে।

এএএম/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।