বন্যার্তদের সহায়তা
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যুক্তরাজ্য আ’লীগের ২৫ লাখ টাকা
দেশের বন্যাদুর্গতদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২১ হাজার পাউন্ড (প্রায় ২৫ লাখ টাকা) দিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীমের কাছে অনুদানের এই চেক হস্তান্তর করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন।
শুক্রবার (২২ জুলাই) ঢাকায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গতকাল (বৃহস্পতিবার) এই সহায়তার চেক হস্তান্তর করা হয়।
চেক গ্রহণকালে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে সাঈদা মুনা তাসনীম বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থ যথাযথ প্রক্রিয়ায় পৌঁছে দেওয়া হবে।
এ সময় তিনি যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার, যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাসহ আওয়ামী পরিবারের যারা এই মহতি উদ্যোগে সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, জনসংযোগ সম্পাদক রবীন পাল ও মানবাধিকার সম্পাদক সারব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এমপি/জিকেএস