ফুলবাড়ীয়া চুক্তি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি
ফুলবাড়ী চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়ন ও এশিয়ান এনার্জিকে দেশে থেকে বহিষ্কারের আন্দোলেনের সমর্থনে আগামী ৩ ডিসেম্বর সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।
সমাবেশে বক্তার বলেন, ২০০৬ সালে ফুলবাড়ীর মানুষের রক্তে লেখা ৬ দফা চুক্তি বাস্তবায়ন না করে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। ফুলবাড়ীতে জাতীয় সম্পদ ধ্বংস ও লুটেরাদের মুনাফার পাহাড় গড়তে দেওয়া হবে না। চুক্তি অনুযায়ী এশিয়া এনার্জির তৎপড়তা বন্ধ ও বহুজাতিক ওই কোম্পানিকে দেশ থেকে বহিষ্কারের দাবিও জানান তারা।
কোম্পানিটি মিথ্যার আশ্রয় নিয়ে লন্ডনের বাজারে তাদের কার্যক্রম চালাচ্ছে বলেও সমাবেশে অভিযোগ করেন।
সমাবেশে বক্তব্য দেন- জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, বজলুর রশীদ ফিরোজ, সাইফুল হক, অ্যাডভোকেট আব্দুস সালাম, মোশরেফা মিশু, মোশাররফ হোসেন নান্নু, জাহাঙ্গীর আলম ফজলু, ফকররুদ্দিন কবির আতিক, শামসুজ্জোহা, রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।