বিয়ের পিঁড়িতে বসছেন জাদেজা
হরভজন সিংহ ও সুরেশ রায়না গত বছরেই বিয়ে করেছিলেন। যুবরাজ সিংহেরও বাগদান হয়েছে। নতুন বছরে মোহিত শর্মাও বাগদান সেরেছেন। এবার টিম ইন্ডিয়ার অপর এক সদস্য রবীন্দ্র জাদেজাও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। শুক্রবার নিজের শহর রাজকোটেই এই অল রাউন্ডার বাগদান পর্ব সারতে চলেছেন। পাত্রী ২৫ বছরের রিভা।
জাদেজার রেস্তোরা জাড্ডুস ফুড ফিল্ড-এ এই অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে। রিভাও রাজকোটেরই মেয়ে। তার বাবা হরদেব সিংহ সোলাঙ্কি পেশায় ঠিকাদার। তিনি কংগ্রেস দলের সঙ্গেও যুক্ত। রিভা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। গত কয়েকমাস ধরে তিনি দিল্লিতে রয়েছেন এবং সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।
এমআর/পিআর