বিয়ের পিঁড়িতে বসছেন জাদেজা


প্রকাশিত: ০৯:৪১ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

হরভজন সিংহ ও সুরেশ রায়না গত বছরেই বিয়ে করেছিলেন। যুবরাজ সিংহেরও বাগদান হয়েছে। নতুন বছরে মোহিত শর্মাও বাগদান সেরেছেন। এবার টিম ইন্ডিয়ার অপর এক সদস্য রবীন্দ্র জাদেজাও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। শুক্রবার নিজের শহর রাজকোটেই এই অল রাউন্ডার বাগদান পর্ব সারতে চলেছেন। পাত্রী ২৫ বছরের রিভা।

Jadejaজাদেজার রেস্তোরা জাড্ডুস ফুড ফিল্ড-এ এই অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে। রিভাও রাজকোটেরই মেয়ে। তার বাবা হরদেব সিংহ সোলাঙ্কি পেশায় ঠিকাদার। তিনি কংগ্রেস দলের সঙ্গেও যুক্ত। রিভা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। গত কয়েকমাস ধরে তিনি দিল্লিতে রয়েছেন এবং সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।