স্থিতিশীল সবজি বাজার, বেড়েছে মাছের দাম
স্থিতিশীলতা ফিরেছে কাঁচা সবজি বাজারে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহ জুড়েই কাচা বাজার ছিল অনেকটাই স্থিতিশীল। এদিকে, মৌসুমের শেষ দিকে সরবরাহ কমে যাওয়া বাড়ছে দেশি মাছসহ সব ধরণের মাছের দর ও ডিমের দাম। এছাড়া আলু ও পেঁয়াজের দামও রয়েছে আগের মতোই। তবে আমদানি কমে যাওয়ায় কিছুটা বেড়েছে রসুনের দাম। বিক্রেতারা জানালেন বেড়েছে লবণের দামও।
শুক্রবার রাজধানীর কাচাঁ বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতিটি ২০ টাকায়। এছাড়া টমেটো মান ভেদে ২৫ থেকে ৩০, শসা ২৫ থেকে ৫০, বেগুন ৩০ থেকে ৪০ টাকায়। বিক্রেতারা বলছেন, গেল সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে প্রায় সব সবজি। তবে দাম নিয়ে বরাবরের মতোই রয়েছে ক্রেতার অসন্তুষ্টি।
কারওয়ান বাজারে প্রতি কেজি মোটা চাল ৩৪ থেকে ৩৫টাকা, মিনিকেট ৪৮ থেকে ৫০ টাকা, বিআর (২৮) ৪৪ থেকে ৪৬ টাকা, পাড়িজাত ৪০ থেকে ৪২ টাকা, নাজিরশাইল ৪৭ থেকে ৪৮ টাকা, গুটি স্বর্ণা ৩৫ থেকে৩৬ টাকা, লাল স্বর্ণা ৩৭ টাকা, হাসকি ৩৫ থেকে ৩৬টাকা ও লতা ৪১ থেকে ৪২ টাকা দরে বিক্রি হচ্ছে।
কৈ, শিং আর চিতল বোয়ালের মতো দেশি মাছের সরবরাহ বেশি মাছের বাজারে। তবে মৌসুম শেষের দিকে হওয়ায় মাছের দাম বাড়ছে বলে জানালেন ক্রেতা বিক্রেতারা।
হালি প্রতি ডিমের দাম ২ থেকে ৩ টাকা বেড়েছে। বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১শ` ৪০ থেকে ১শ` ৪৫ টাকায়। এছাড়া গরুর মাংস ৪শ` টাকা কেজিতে পাওয়া গেলেও পশু সরবরাহ না থাকায় দেখা নেই খাসির মাংসের।
এক সপ্তাহের ব্যবধানে বয়লার মুরগির দাম কমেছে কেজি প্রতি ১০-১৫ টাকা। পাওয়া যাচ্ছে ১৩০ টাকা কেজি দরে যা গত সপ্তাহে ছিল কেজি প্রতি ১৪০-১৪৫ টাকা। অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম প্রতিকেজি মাংস বিক্রি হচ্ছে ৩৮০ টাকায়।
অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে প্রতি কেজি খোলা আটা ৩৪ থেকে ৩৫ টাকা, ২ কেজি ওজনের প্যাকেটজাত আটা ৭০ থেকে ৭২ টাকা, ময়দা ৪২ থেকে ৪৪ টাকা, ২ কেজি ওজনের প্যাকেটজাত ময়দা ৮৮ থেকে ৯০ টাকায় বিক্রি হয়।
ডালের মধ্যে প্রতি কেজি দেশি মসুর ডাল ১০৫ টাকা, ক্যাঙ্গার ১১০ থেকে ১১৫ টাকা ও মোটা দানা ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হয়।
এদিকে বিভিন্ন ধরণের মসলার মধ্যে দেশি আদা প্রতিকেজি ৯৫ থেকে ১০০ টাকা, চায়না আদা ৬০ থেকে ৭০ টাকা, রসুন ১৪০ থেকে ১৫০ টাকা, শুকনা মরিচ ২০০ থেকে ২৩০ টাকা এবং হলুদ ২৯০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
এএম/আরএস/এমএস