ডিএসইতে টার্নওভারের শীর্ষে স্কয়ার ফার্মা
সপ্তাহজুড়ে (৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টার্নওভারের শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান স্কয়ার ফার্মা। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রযেছে ব্যাংক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে স্কয়ার ফার্মার মোট ৩২ লাখ ৫ হাজার ১৬১টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে বাজারদর দাঁড়িয়েছে ৮৪ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকায়। যা পুরো স্টক এক্সচেঞ্জে লেনদেনের ৪ দশমিক শূন্য ৯ শতাংশ।
ডিএসইতে সপ্তাহে টার্নওভারের শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠান গুলো হলো: সিটি ব্যাংকের শেয়ারে লেনদেন হয়েছে ৭৪ কোটি ৩৭ লাখ ১৪ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ৬৪ কোটি ২৩ লাখ ৪২ হাজার টাকা, এ্যাপোলো ইস্পাতের ৫২ কোটি ৪৭ লাখ ৭২ হাজার টাকা, আইটিসির ৫১ কোটি ৪ লাখ ৭৫ হাজার টাকা, অলটেক্সের ৫০ কোটি ৮৭ লাখ ৪২ হাজার টাকা, ইউনাইটেড পাওয়ারের ৪২ কোটি ৬৬ লাখ ৬১ হাজার টাকা, অলিম্পিকের ৪০ কোটি ৪০ লাখ ৭১ হাজার টাকা, আরএকে সিরামিকের ৩৮ কোটি ৩ লাখ ৫৯ হাজার টাকা এবং এমারাল্ড অয়েলের শেয়ারে লেনদেন হয়েছে ৩৬ কোটি ২৫ লাখ ৬২ হাজার টাকা।
ডিএসইর টার্নওভারের শীর্ষে থাকা ১০ কোম্পানির সপ্তাহজুড়ে লেনদেন হযেছে ৫৩৪ কোটি ৫৮ লাখ টাকা ৪৮ হাজার টাকা। যা মোট লেনদেনের ২৫ দশমিক ৯৯ শতাংশ।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ব্যাংক। প্রতিষ্ঠানটির লেনদেন হয়েছে ১ কোটি ৪২ লাখ ৯৫ হাজার ৭৫৪টি শেয়ার। যা টাকার অংকে বাজারদর ১৩ কোটি ৪২ লাখ ৭ হাজার ৬৭৮ টাকা।
সিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে থাকা অন্যান্যের মধ্যে আল আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ারে লেনদেন হয়েছে ৭ কোটি ৭৫ লাখ ৮৬ হাজার টাকা, আইটিসির ৪ কোটি ১৭ লাখ ৯৫ হাজার টাকা, ইউনাইটেড এয়ারের ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৩ কোটি ৮১ লাখ ৭৮ হাজার টাকা, এ্যাপোলো ইস্পাতের ৩ কোটি ৪৪ লাখ ৮৪ হাজার টাকা, ফু-ওয়াং সিরামিকের ৩ কোটি ৩২ লাখ ৪৭ হাজার টাকা, শাহজিবাজার পাওয়ারের ৩ কোটি ৩১ লাখ ২৪ হাজার টাকা, সাবমেরিন ক্যাবলের ৩ কোটি ২০ লাখ ৬ হাজার টাকা এবং ইউনাইটেড পাওয়ারের শেয়ারে লেনদেন হয়েছে ৩ কোটি ৫ লাখ ১৫ হাজার টাকা।
এসআই/এআরএস/এমএস