ছাদখোলা বাসটি ব্যবহৃত হবে পর্যটকদের জন্য

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২

সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সংবর্ধনায় দেশে প্রথমবারের তৈরি করা হয় ছাদখোলা দোতলা বাস। আলোচিত সে বাসটি এখন থেকে পর্যটকদের জন্য ব্যবহৃত হবে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিআরটিসি জানায়, পর্যটকরা বাসটি ব্যবহার করে পদ্মা সেতু, হাতিরঝিল ও পূর্বাচল ঘুরে দেখতে পারবেন। এটির পাশাপাশি আরও একটি ছোদ খোলা বাস প্রস্তুত হচ্ছে। বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানেও বাস দুটি ব্যবহার করা হবে।

মতিঝিল বাস ডিপোর ম্যানেজার মো. মাসুদ তালুকদার জাগো নিউজকে বলেন, আমরা বাসটি রেখে দিয়েছি। ঢাকায় এটি পর্যটকদের জন্য প্রস্তুত থাকবে। আমরা আরও একটি ছাদখোলা বাস তৈরির বিষয়ে কাজ করছি।

লন্ডন-নিউইয়র্ক শহরের পথে পথে অগনিত ছাদখোলা ট্যুরিস্ট বাস দেখা মেলে। তবে ঢাকা শহরে সাধারণত এমন বাসের দেখা মেলে না।

এমওএস/এসএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।