বিমানবাহিনীর গোলা ও মিসাইল বর্ষণ মহড়া স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ০৩ অক্টোবর ২০২২
ফাইল ছবি

আকাশ থেকে তাজা গোলা ও মিসাইল বর্ষণ মহড়া চালানোর কথা ছিল বাংলাদেশ বিমানবাহিনীর। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেই মহড়া স্থগিত করা হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিভিন্ন প্রকার জঙ্গি বিমান থেকে তাজা গোলা ও মিসাইল বর্ষণ প্রশিক্ষণ মহড়ার ব্যাপারে পরিকল্পনা হয়। কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ ভিজিডি-৩ এবং ভিজিডি-৪৩-এ মহড়ার সিদ্ধান্ত হয়। যা চলার কথা ছিল ২ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে গোলা বর্ষণ মহড়া স্থগিত করা হয়েছে।

এ মহড়ার পরবর্তী সময় ও তারিখ সংশ্লিষ্টদের জানানো হবে বলে জানিয়েছে আইএসপিআর।

টিটি/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।