পূজার ছুটিতে হাতিরঝিলে দর্শনার্থীদের ভিড়

সাধারণত শুক্র-শনিবার পরিবার নিয়ে বাইরে বেড়াতে যাই। কিন্তু আজ দুর্গোৎসব। এজন্য অফিস বন্ধ। তাই ছেলেমেয়েদের নিয়ে হাতিরঝিলে চলে এসেছি। এতে তারা খুবই খুশি।
বুধবার (৫ অক্টোবর) বিকেলে হাতিরঝিলে পরিবার নিয়ে বেড়াতে আসা খিলগাঁওয়ের বাসিন্দা মাহবুব আলম এসব কথা বলেন। মাহবুব আলমের মতো এমন হাজারো দর্শনার্থী হাতিরঝিল বেড়াতে আসেন।
তারা জানান, শুক্র ও শনিবার পরিবার বা বন্ধুবান্ধবদের নিয়ে বেড়ানো একটি সাধারণ বিষয়। কিন্তু দুর্গোৎসব, পহেলা বৈশাখ, ঈদের ছুটিসহ বিশেষ দিনে বেড়ানোর মজাই আলাদা। অনেকেই এমন দিনের জন্য অপেক্ষা করেন। বেড়াতে গিয়ে আড্ডাবাজি, খাওয়া-দাওয়া ও আনন্দ করা যায়।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী ইকরাম হোসেন বলেন, পূজা উপলক্ষে একদিনের বিশেষ ছুটি পেয়েছি। তাই পরিবার নিয়ে বের হয়েছি। আজ রাস্তাঘাট ফাঁকা। ঘুরে ভালো লাগছে।
হাতিরঝিলে ঘুরতে এসে বাদাম, ফুচকাসহ ফাস্টফুড আইটেম খাওয়া ছাড়াও সেলফি তোলা যেন একটি বিশেষ অংশ। হাতিরঝিলে দেখা যায়, তরুণ-তরুণীরা সেলফি তুলতে ব্যস্ত।
উত্তরা থেকে আসা নাসরিন, তামান্না ও ইকবাল মিয়া বলেন, ঘুরতে এসে সেলফি তুলে ফেসবুকে দেওয়া আমাদের রীতিনীতির মধ্যে চলে এসেছে। তাই সেলফি তুলছি ফেসবুকে আপলোড দেবো বলে। এছাড়া স্মৃতি সংরক্ষণের একটি বড় বিষয় এখানে থেকে যায়।
দর্শনার্থীদের কয়েকজন হাতিরঝিলের পানির দুর্গন্ধ নিয়ে অভিযোগ করেন। ফয়েজ আহমেদ নামে এক দর্শনার্থী জানান, পানির দুর্গন্ধ বিরক্তিকর। এজন্য লেকের কাছাকাছি গিয়ে বসা যায় না। ওয়াটার বাসে ঘুরতে ভালো লাগে না। সরকারের এ বিষয়টি নজরদারিতে আনা উচিত।
এমএমএ/জেডএইচ/জিকেএস