বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু : ইবিতে বিক্ষোভ ও ভাংচুর


প্রকাশিত: ০৮:১২ এএম, ৩০ নভেম্বর ২০১৪

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাসচাপায় এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ ও ভাংচুর করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে দুটি বাসের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই তৌহিদুর রহমান টিটুর মৃত্যু হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১১-১২ সেশনের ছাত্র।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষে ঝিনাইদহের মহেশপুরে বাড়িতে ফেরার জন্য বিশ্ববিদ্যালয়ের গেটে বাসের জন্য অপেক্ষা করছিলেন টিটু। তখন ক্যাম্পাস থেকে বের হওয়া একটি বাস ও উল্টো দিক থেকে আসা অন্য একটি বাসের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
 
এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন, প্রশাসনিক ভবন ও ক্যাম্পাসে থাকা গাড়িতে ভাংচুর চালায়। এসময় বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা অন্তত ১৫টি বাসে আগুন দেয়া হয়।
 
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। তবে এতে শিক্ষার্থীদের দমানো যায়নি। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রশাসনিক ভবনের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।