কুষ্টিয়ায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ চরমপন্থী নিহত
কুষ্টিয়ার স্বস্তিপুরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই চরমপন্থী নিহত হয়েছেন। এ সময় র্যাবের ৩ সদস্য আহত হয়েছেন। বুধবার রাত ৩টার দিকে সদর উপজেলার স্বস্তিপুরে আব্দুল মান্নানের বাঁশ বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার মৃত্তিকা পাড়ার মৃত আনসার শেখের ছেলে আকাম উদ্দিন হিয়া (২৫) ও একই এলাকার আব্দুল জলিলের ছেলে লিয়াকত (৩০)।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব জানান, রাতে সদর উপজেলার স্বস্তিপুর এলাকার আব্দুল মান্নানের বাঁশ বাগানে ১০/১২ জনের একটি চরমপন্থী দল গোপন বৈঠক করছিলেন। এমন সংবাদে ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযানে যান। ঘটনাস্থলে পৌঁছালে চরমপন্থী দলের সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে চরমপন্থী দলের সদস্যরা পালিয়ে যায়। এ সময় র্যাব ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আকাম উদ্দিন হিয়া (২৫) ও লিয়াকতকে (৩০) উদ্ধার করে এবং ২টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি বন্দুক, গুলি ও ম্যাগজিন উদ্ধার হয়। পরে তাদের হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আল-মামুন সাগর/এসএস