প্রাথমিকে ১৬ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য


প্রকাশিত: ১১:৫৬ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের ১৬ হাজার ২০৭টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের (কুড়িগ্রাম-৩) প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী জানান, সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মোট শূন্য পদ ৭ হাজার ৯৫২টি এবং নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৮ হাজার ২৫৫টি পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষকের পদটি ইতোমধ্যে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হয়েছে। বিধি মোতাবেক নিয়োগের জন্য পিএসসির নির্দিষ্ট ছকে শূন্য পদের তথ্য প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন।

মহাসড়কের পার্শ্ববর্তী প্রাইমারি স্কুলে সীমানা প্রাচীর হবে
বেগম আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজনীয়তার ভিত্তিতে ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে সীমানা প্রাচীর নির্মাণ করার পরিকল্পনা আছে। এ বিষয়ে মাঠ পর্যায়ে কার্যক্রম চলমান রয়েছে।

এইচএস/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।