খালিদ মারুফের ইসরাফিলের প্রস্থান
মুক্তিযুদ্ধে পাকহানাদার বাহিনীর দোসরদের নারকীয় অত্যাচার-বিভৎসতা নিয়ে ‘ইসরাফিলের প্রস্থান’ বইটি লিখেছেন বিশিষ্ট লেখক খালিদ মারুফ। শুক্রবার থেকে বইমেলায় পাওয়া যাচ্ছে বইটি। বইটির প্রকাশক সঞ্জীব পুরোহিত।
পাঁচটি ছোট গল্প নিয়ে বইটি সংকলিত। গল্পগুলোতে সমকালীন রাজনৈতিক সহিংসতা, ৭১’এর মুক্তিযুদ্ধে পাকহানাদার বাহিনীর দোসরদের নারকীয় অত্যাচার, বিভৎসতা, বিভীষিকা এবং মানব মনে এগুলোর প্রভাব ফুটিয়ে তোলা হয়েছে।
এটি লেখকের প্রথম বই। `জননী ও পুত্রেরা` এ বইয়ের প্রথম আখ্যান। এতে এক পীড়াগ্রস্থ জননীকে সারিয়ে তুলতে তার জমজপুত্রের প্রাণান্ত প্রচেষ্টার গল্পের মধ্যে দিয়ে সমকালীন রাজনীতির সহিংসতার নৃশংস দিকটি তুলে ধরা হয়েছে। এতে দেখানো হয়েছে পীড়াগ্রস্থ মায়ের কলজে পঁচা রোগ সারিয়ে তুলতে দেশের বড় বড় চিকিৎসক যখন ব্যর্থ হয় তখন তার পুত্রদয় এক তান্ত্রিক চিকিৎসকের সন্ধান পায়, যে কিনা ক্যান্সারের মতো কঠিন রোগকেও নিজের আবিষ্কৃত চিকিৎসায় সারিয়ে তুলতে পারে।
বইটি পাওয়া যাচ্ছে গ্রন্থমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণ অংশের লিটল ম্যাগ চত্ত্বরের ২৯ নং টেবিলে (স্টলের নাম দাঁড়কাক)। বইটির গায়ের দাম ২২০ টাকা। মেলা উপলক্ষে কিছুটা ছাড় পাওয়া যাচ্ছে।
বইটির প্রচ্ছদ করেছেন এলিট জিইপ ও মনি মহম্মদের সহায়তায় সঞ্জীব পুরোহিত। শেষ প্রচ্ছদে স্থান পেয়েছে লেখকের ছবিসহ একটি সংক্ষিপ্ত পরিচিতি।
এআর/এএইচ/এমএস