জয় পেল সাকিব-মুশফিকের করাচি


প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

রবি বোপারার অলরাউন্ড নৈপুণ্যে টানা তিন ম্যাচ পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) জয় পেল করাচি কিংস। নিজেদের পঞ্চম ম্যাচে লাহোর কোয়ালান্ডার্সকে ২৭ রানে হারায় শোয়েব মালিকের নেতৃত্বাধীন করাচি। টানা তিন ম্যাচ হারের পর দলে পরিবর্তন এনে এদিন মাঠে নামে করাচি। দলে প্রথম বারের মত সুযোগ পায় মুশফিক।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা এনে দেয় দুই ওপেনার শোয়েব মালিক ও নুমান আনোয়ার। পাওয়ার প্লের নির্ধারিত ৬ ওভারে তুলে নেয় ৪৯ রান। তবে সপ্তম ওভারে আনোয়ার (৩৫) রান করে বিদায় নিলে কিছুটা ছন্দ পতন ঘটে করাচির। এরপর দ্রুত জেমস ভিঞ্চ (৭), শোয়েব মালিক (২৭) বিদায় নিলে চাপে পরে তারা।

এদিকে পিএসএলে সাকিবের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম ম্যাচে ব্যাট-বলে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে ম্যাচ-সেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেন এই টাইগার অলরাউন্ডার। তবে পরের তিনটি ম্যাচেই অনেকটা নিষ্প্রভ হয়ে পড়েন এই টাইগার অলরাউন্ডার। আজকের ম্যাচেও ছন্দে ফিরতে পারেনি সাকিব। মাত্র ৯ রান করে সাজঘরে ফিরলে চাপ আরও বেড়ে যায় করাচির।

এরপর দলের হাল ধরে বোপারা। মাত্র ৪৩ বলে ৩ চার আর ৪ ছয়ে ৭১ রানের দৃষ্টি নন্দন এক ইনিংস খেলেন ইংলিশ এই তারকা। আর দলের হয়ে প্রথমবার ব্যাট করতে নেমে ৭ বলে ১০ রান করে অপরাজিত ছিলেন মুশফিক।

করাচির দেওয়া ১৭৯ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা এনে দেয় গেইল ও ডেলপোর্ট। পাওয়ার প্লের ৬ ওভারেই তুলে নেন ৪৩ রান। এগারোতম ওভারে ডেলপোর্ট ৫৫ রান করে সাজঘরে ফিরলে ছন্দ হারায় লাহোর। পরের ওভারেই সাজঘরে ফিরে যান আরেক ওপেনার গেইল (৩৫)।

এরপর মিডল অর্ডারে কেউ দাড়াতে না পারলে শেষ হয়ে যায় পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটির জয়ের আশা। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দলের নেতৃত্ব দেন বোপারা। মূলত তার বোলিংয়ে জয়ের স্বপ্ন শেষ হয় লাহরের। ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন ইংলিশ এই বোলার। তবে এ দিন বোলিং করেননি টাইগার অল রাউন্ডার সাকিব আল হাসান।

এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।