সরকারি চাকরিজীবীদের এসিআরে স্বাস্থ্য প্রতিবেদন লাগবে না

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২৬ অক্টোবর ২০২২

করোনা সংক্রমণ, ডেঙ্গু এবং চোখ ওঠা সংক্রমণ ব্যাধির প্রকোপের কারণে চলতি বছর সরকারি চাকরিজীবীদের বার্ষিক গোপনীয় অনুবেদনে (এসিআর) স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন জমা দিতে হবে না।

বুধবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে অফিস আদেশে জারি করেছে।

এতে বলা হয়, বর্তমানে দেশে কোভিড-১৯ সংক্রমণ ও ডেঙ্গু এবং চোখের সংক্রমণ ব্যাধির প্রকোপ চলমান। বিদ্যমান এ পরিস্থিতিতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে গোপনীয় অনুবেদনে নির্ধারিত হাসপাতাল থেকে স্বাস্থ্য প্রতিবেদন ঝুঁকিপূর্ণ।

এমতাবস্থায়, সামগ্রিক বিষয়টি বিচেনাপূর্বক ২০২২ সালের বার্ষিক/আংশিক গোপনীয় অনুবেদন ফর্ম দাখিলের ক্ষেত্রে স্বাস্থ্য প্রতিবেদন গ্রহণের আবশ্যকতা থেকে অব্যাহতি প্রদান করা হলো বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

কোনো পঞ্জিকাবর্ষে কোনো কর্মস্থলে কোনো নির্দিষ্ট মেয়াদে একজন অনুবেদনকারী (নিয়ন্ত্রণকারী ঊর্ধ্বতন কর্মকর্তা) অধীনে অনুবেদনাধীন (যার কাজের মূল্যায়ন) কর্মচারীর কর্মকালীন সার্বিক মূল্যায়নের নাম গোপনীয় অনুবেদন (এসিআর)।

আরএমএম/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।