সিরিয়ায় রুশ বোমা হামলা বন্ধে ফ্রান্সের আহ্বান


প্রকাশিত: ১২:১০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

সিরিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর বিমান থেকে বোমা হামলা বন্ধে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়াল ভালস বলেছেন, সাধারণ মানুষের প্রাণহানি ঠেকাতে মস্কোকে অবশ্যই সিরিয়ায় বিমান হামলা বন্ধ করতে হবে।

ভালস বলেন, বেসামরিক নাগরিকদের ওপর বোমা হামলা বন্ধ সিরিয়া ইস্যুতে জেনেভায় শান্তি আলোচনার মূল চাবিকাঠি। তবে সিরিয়ায় ফ্রান্সও বোমা হামলা চালাচ্ছে বলে মস্কোর অভিযোগ থাকলেও ভালস বলেন, সিরিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর ফ্রান্সের বোমা হামলার কোনো নজির নেই, যদিও সবাই আমাদেরকে এ বিষয়ে অভিযুক্ত করছে।

গত মাসে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সেপ্টেম্বর থেকে সিরিয়ায় রুশ বিমান হামলায় কমপক্ষে এক হাজার ১৫ বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে।

সিরিয়ায় গত সাড়ে চার বছরের বেশি সময় ধরে চলমান গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে মিউনিখে শান্তি আলোচনা শুরু হয়। এতে রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ অন্তত এক ডজন দেশ অংশ নিয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধে এখন পর্যন্ত অন্তত আড়াই লাখ মানুষের প্রাণহানি ঘটেছে।

গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুরোধে ইসলামিক স্টেট জঙ্গি ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে রাশিয়া। কিন্তু পশ্চিমা বিশ্ব সমর্থিত বিদ্রোহীরাই রুশ হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র এবং এর মিত্ররা। কিন্তু মস্কো এ অভিযোগ উড়িয়ে দিয়েছে। সিরিয়ায় মস্কোর অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্র আইএসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।